শিরোনাম
বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
খাদিজা হত্যাচেষ্টা মামলা

বদরুলের বিচার শুরু ২৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বদরুলের বিচার শুরু ২৯ নভেম্বর

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার অভিযোগপত্রের শুনানি শেষে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক উম্মে সরাবন তাহুরা চার্জশিটটি আমলে নিয়ে আগামী ২৯ নভেম্বর বিচার শুরুর (চার্জ গঠন) তারিখ ধার্য করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট গৃহীত হলেও বিচারকার্য মহানগর দায়রা জজ আদালতে শুরু হবে বলে আদালত সূত্র জানিয়েছে। বাদী পক্ষের আইনজীবী সৈয়দা শিরিন আক্তার জানান, গত ৮ নভেম্বর বদরুলকে একমাত্র আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। গতকাল ধার্য তারিখে আদালত শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করে আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালে তার কয়েক দফা অস্ত্রোপচারের পর এখনো খাদিজা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর উপস্থিত শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে কারান্তরিণ। হামলার ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে শাহপরাণ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় বদরুল ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সর্বশেষ খবর