বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
বুশরা হত্যা

ফাঁসির আসামিসহ চারজন খালাস

নিজস্ব প্রতিবেদক

কলেজছাত্রী রুশদানিয়া বুশরা ইসলামকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ১৬ বছর আগে দায়ের হওয়া মামলায় নিম্ন আদালতে দণ্ডিত চার আসামির সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়। শুনানিতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। এই মামলায় ২০০৩ সালে আসামি এম এ কাদের, শেখ শওকত আহমেদ ও শেখ কবির আহমেদকে ফাঁসি ও কাদেরের স্ত্রী রুনা কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২০০৭ সালে হাইকোর্ট কাদের ও রুনুর দণ্ড বহাল রেখে অন্য দুই আসামিকে খালাস দেয়। পরে কাদের ও রুনা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। আর হাইকোর্টে খালাস পাওয়া অন্য দুই আসামির বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে গতকাল আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ এবং আসামি পক্ষের আবেদন মঞ্জুর করে। এর ফলে চার আসামিই আপিল বিভাগ থেকে খালাস পেলেন বলে আইনজীবীরা জানিয়েছেন। ২০০০ সালের ১ জুলাই রাতে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার বাসায় খুন হন বুশরা। এ ঘটনায় বুশরার মা লায়লা ইসলাম হত্যাকাণ্ডের পরদিন রমনা থানায় মামলা দায়ের করেন।

 ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। ওই বছরের ৫ অক্টোবর এ মামলায় একটি সম্পূরক অভিযোগ দেওয়া হয়। সেখানে বুশরার খালুর সত্ভাই আবদুল কাদের, তার স্ত্রী এবং কাদেরের শ্যালক শওকত ও কবিরকে অভিযুক্ত করা হয়। প্রথমে পুলিশ ও পরে সিআইডি ঘটনার তদন্ত করে ২০০০ সালের ১৯ ডিসেম্বর চারজনকে অভিযুক্ত করে বিচারিক আদালতে চার্জশিট দেয়। ২০০৩ সালের ৩০ জুন এ মামলায় রায় ঘোষণা করে বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট ২০০৭ সালের ২৯ জানুয়ারি রায় ঘোষণা করে। এরপর রাষ্ট্র ও আসামি পক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন নিয়ে আপিল বিভাগে যায়।

 

সর্বশেষ খবর