বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

নদী ডাস্টবিনে বস্তা বস্তা রুপি

প্রতিদিন ডেস্ক

ভারতের ৫০০ এবং ১০০০ টাকার নোট অচল ঘোষিত হয়েছে সপ্তাহ খানেক আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন কালো টাকা এবং জাল ভারতীয় নোট উদ্ধার করতেই এই সিদ্ধান্ত। তবে হঠাৎ করে এ সিদ্ধান্তে খড়্গ নেমে এসেছে অনেকের ওপর। লোকজনের হাতে থাকা নোট পরিবর্তন করতে রোজই সব  ব্যাংক আর এটিএমের সামনে পড়ছে লম্বা লাইন। কেউ নোট বদল করবেন, কেউ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন। তা নিয়ে চলছে হাহাকার। আর যার হাতে সেই টাকা অঢেল ছিল তাদের ঘুম হারাম হয়ে গেছে। জমিয়ে রাখা অচল নোট নিয়ে কী করবেন, সেটা ভেবে না পেয়ে অনেকেই সেগুলো নষ্ট করে ফেলছেন অভিনব উপায়ে। কোথাও বস্তা ভর্তি অচল নোট নদীতে বা ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও পুড়িয়ে ফেলা হচ্ছে। উত্তরপ্রদেশের বেরিলিতে এক ব্যক্তি বস্তা ভর্তি অচল নোট পুড়িয়ে ফেলেছেন। বিবিসি বাংলা

সর্বশেষ খবর