বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতে জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ

দীপক দেবনাথ, কলকাতা

জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের এনজিও ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’—আইআরএফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার। আনলফুল অ্যাকটিভিটিস প্রিভেনশন অ্যাক্ট—ইউএপিএ ধারায় অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্তের পাশাপাশি আইআরএফকে বেআইনি সংস্থা (আনলফুল অ্যাসোসিয়েশন) হিসেবে ঘোষণার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়। দেশের প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থাকে জাকিরের এনজিওর ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২৯ জন নিহত হওয়ার পরই জাকির নায়েকের নাম উঠে আসে। জানা যায়, হামলায় যুক্ত দুই জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিলেন। বিষয়টি সামনে আসার পরই জাকিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। সে দেশে জাকিরের পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্র রাজ্য সরকারও আলাদা করে জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়। যদিও আটক হওয়ার ভয়ে সে সময় সৌদি আরবে অবস্থান করা জাকির আর ভারতে ফেরেননি।

সর্বশেষ খবর