বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ফ্রিডম হাউসের প্রতিবেদন

ইন্টারনেট স্বাধীনতা কমেছে বাংলাদেশে

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের বিচারে গত এক বছরে স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পিছিয়েছে বাংলাদেশ। ফ্রিডম অন নেট ২০১৬ শিরোনামে যে প্রতিবেদন সংস্থাটি সোমবার প্রকাশ করেছে, তাতে ৬৫টি দেশের মধ্যে বাংলাদেশকে রাখা হয়েছে আংশিক মুক্ত দেশের তালিকায়। ফ্রিডম হাউসের বিচারে ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের স্কোর এবার ১০০-তে ৫৬। গত বছরের প্রতিবেদনে ছিল ৫১; তার আগের বছর ৪৯। এ সূচকে যে দেশের স্কোর যত বেশি, সে দেশের মানুষ ইন্টারনেটে তত কম স্বাধীনতা ভোগ করে।  ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের মে পর্যন্ত ৬৫টি দেশের তথ্য ব্যবহার করে এ প্রতিবেদন তৈরি করেছে ফ্রিডম হাউস। এবারের প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেটে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে এস্তোনিয়া ও আইসল্যান্ডের মানুষ। আর ৮৮ স্কোর নিয়ে ৬৫ দেশের তালিকায় সবচেয়ে নিচে রয়েছে চীন।

সবচেয়ে কম স্বাধীনতা ভোগ করছে এমন দশ দেশের মধ্যে আরও আছে সিরিয়া, ইরান, ইথিওপিয়া, উজবেকিস্তান, কিউবা, ভিয়েতনাম, সৌদি আরব, বাহরাইন ও পাকিস্তান। ফ্রিডম হাউস বলছে, এবার যে ৬৫ দেশের পরিস্থিতি নিয়ে তারা প্রতিবেদন করেছে, তার মধ্যে ৩৪টি দেশের অবস্থা গত বছরের তুলনায় খারাপ। স্বাধীনতা সবচেয়ে কমেছে উগান্ডা, বাংলাদেশ, কম্বোডিয়া, ইকুয়েডর ও লিবিয়ায়।

সর্বশেষ খবর