বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
সংখ্যালঘুদের ওপর হামলা

ব্রিটিশ সংসদীয় কমিটি প্রধানের উদ্বেগ

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু মানুষের ওপর হামলা ও বাড়িঘর লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের হিন্দুবিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির প্রধান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন,‘কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বৃদ্ধির ঘটনা গভীর হতাশার ও দুঃখজনক। এটা গভীর উদ্বেগ ও দুশ্চিন্তার বিষয় যে, নিজ দেশেই মানুষগুলো নিজেদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিয়ে ভয়ের মধ্যে বসবাস করছেন।’ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়াকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। বব ব্ল্যাকম্যান আবারও বাংলাদেশ সরকারের প্রতি সংখ্যালঘু ও ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলোকে রক্ষায় শক্তিশালী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

লন্ডনের হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একাধিক বিতর্কের আয়োজন করেন। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর তার উদ্যোগে হাউস অব কমন্সে বাংলাদেশ বিষয়ে প্রায় ৪৫ মিনিট বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই বিতর্কের সূচনা বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিস্তারিত তুলে ধরে বব ব্ল্যাকম্যান বলেছিলেন, সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর ছোট হামলাগুলো ধর্মীয় উগ্রবাদী ও সন্ত্রাসীদের অস্তিত্ব জানান দেওয়ার প্রাথমিক স্তর।

সর্বশেষ খবর