বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আজ বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

নির্বাচন কমিশন নিয়ে খালেদার প্রস্তাবনা কাল

নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আগামীকাল দল ও জোটের পক্ষ থেকে একটি রূপরেখা ‘প্রস্তাবনা’ আকারে তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই রূপরেখা চূড়ান্ত করতেই আজ দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তিনি। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।  জানা যায়, নতুন নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি একটি রূপরেখা তৈরি করেছে। কাল বিকাল ৪টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে ওই রূপরেখা তুলে ধরবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনী রূপরেখা চূড়ান্ত করা ছাড়াও আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিয়েও দল এবং জোটের অবস্থান পরিষ্কার করতে পারেন বিএনপিপ্রধান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাব এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।’ খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো সম্পর্কে বিএনপির প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন।

সর্বশেষ খবর