বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ক্রেস্টের স্বর্ণ জালিয়াতি

পেছাল বাংলাদেশ ব্যাংকের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

এবার ক্রেস্ট জালিয়াতির কারণে পেছানো হলো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রতি বছর পেশাগত কাজে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর অংশ হিসেবে এ বছরও পাঁচ কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। যার পুরস্কার গতকাল দেওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে দেখা যায় পুরস্কারের জন্য নির্মিত ক্রেস্টের স্বর্ণে জালিয়াতি করা হয়েছে। পরে অনুষ্ঠান স্থগিত করা হয়।

 এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে মানবসম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। তিনি ঘটনা তদন্তে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন। জানা গেছে, পদক বানানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তারা। ক্রেস্ট নির্মাণে ২২ ক্যারেটের সোনা ব্যবহার করার কথা ছিল। কিন্তু ক্রেস্ট আনার পর বাংলাদেশ ব্যাংক এসব ক্রেস্ট পরীক্ষা করে দেখে। পরীক্ষায় দেখা যায়, ক্রেস্টে সোনা ব্যবহার করা হয়েছে ২১ ক্যারেটের। পরে পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের জন্য দুই ক্যাটাগরিতে ২৩ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়। যা গত ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৬তম সভায় অনুমোদন দেওয়া হয়। গতকাল সেই পদক আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা ছিল। এ বছর বাংলাদেশে সর্বোচ্চ মানের এই পুরস্কারের জন্য মনোনীত পাঁচ কর্মকর্তা হলেন মো. নাজিম উদ্দিন (যুগ্ম পরিচালক), রণজিৎ কুমার রায় (যুগ্ম পরিচালক), প্রদীপ পাল (যুগ্ম পরিচালক), মাসুমা বেগম (সিস্টেমস এনালিস্ট), মো. আশ্রাফুল আলম (ডিজিএম)। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ক্রেস্ট তৈরিতে কিছুটা বিচ্যুতি পাওয়া গেছে। এ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে যে বিচ্যুতি সেটা বড় কিছু নয়। কারণ সোনায় ২২ ক্যারেট দেওয়ার কথা ছিল সেটা ২১ ক্যারেট হয়েছে। যারা এটা তৈরি করেছে তারাও ২১ ক্যারেটের কথা বলেই দিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ২২ ক্যারেট হওয়ায় ওগুলো গ্রহণ করা হয়নি।

সর্বশেষ খবর