শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মন্ত্রিসভায় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা চলবে

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যত দিন না মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে, তত দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলতে থাকবে। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার বিস্তারিত তুলে ধরতে গতকাল সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর রবিবার শুরু হবে। ২৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ৭ হাজার ১৯৪টি এবং বিদেশের ১১টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন পরীক্ষা দেবে। এর মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ ছাত্র ও ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ ছাত্রী। আর ইবতেদায়ির ২  লাখ  ৯৯ হাজার ৭১৫ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩১৯ ও ১ লাখ ৪২ হাজার ৩৯৬ ছাত্রী। এবার প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৮৫৭ ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী এ পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছিল। সে হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ২৪ হাজার ২২৬ জন। সংবাদ সম্মেলনে গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর