শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহী বিএনপি নেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ছেলে-শ্যালকসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা বিএনপি নেতা খন্দকার মাইনুল ইসলামের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন খন্দকার মাইনুল ইসলামের ছেলে মিলন, শ্যালক সুজন ও এক কর্মচারী।

সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মামলা ভিন্ন খাতে নিতে আলামত সরিয়ে ফেলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে বোয়ালিয়া থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, মাইনুলের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। এর পরপরই ঘটনাস্থল থেকে রক্ত ধুয়েমুছে ফেলা হয়। এ ছাড়া নাইন এমএম মডেলের পিস্তলটি পাওয়া গেছে ঘটনাস্থল থেকে বেশ দূরে বাড়ির সিঁড়ির নিচে। স্যান্ডেল পাওয়া গেছে বাড়ির ড্রেনের পাশে। সেখানে তিনটি গুলির খোসা পাওয়া গেলেও তার শরীরে একটি গুলি লেগেছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, মাইনুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন বলছেন। তবে প্রাথমিক তদন্তে বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে। গুলি নিজের হাত থেকে ছোড়া, নাকি অন্য কারও হাত থেকে ছোড়া হয়েছে তা নিশ্চিত হতে পারছেন না ময়নাতদন্তকারী চিকিৎসক। উল্লেখ্য, বুধবার দুপুর দেড়টার দিকে খন্দকার মাইনুল ইসলাম নগরীর হোসনিগঞ্জের বাড়ির উঠানে নিজের পিস্তলের গুলিতে নিহত হন। মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয় তিনি আত্মহত্যা করেছেন। পরে আবার দাবি করা হয় পড়ে গিয়ে মারা গেছেন।

সর্বশেষ খবর