শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসি গঠন করুন : ইইউ

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের আগামী নির্বাচনকে ‘অংশগ্রহণমূলক’ করতে ‘যথাযথ গণতান্ত্রিক’ প্রক্রিয়ায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চার দিনের বাংলাদেশ সফর শেষে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল গত সন্ধ্যায় ঢাকার ইইউ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়। ইইউর আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির চেয়ারপারসন বার্নাড লেঙ্গ এমইপির নেতৃত্বাধীন দলটি ঢাকা আসে ১৪ নভেম্বর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বার্নাড লেঙ্গ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল। আমরা আশা করি আগামী নির্বাচন অনুষ্ঠান সামনে রেখে যথাযথ গণতান্ত্রিক পদ্ধতিতে ইসি গঠন করা হবে।’ ইইউ কেমন নির্বাচন কমিশন দেখতে চায়— জানতে চাইলে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরামর্শ না দিয়ে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের সংবিধানে স্পষ্ট বলা আছে। তারপর তিনি ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ২৮ জাতির এই ব্লকের ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে সব পক্ষের মতামতের ভিত্তিতে লোক নিয়োগ করা হয়। ফলে কমিশন স্বাধীন থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করে। এখানে (বাংলাদেশে) নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও এটা অনুসরণ করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক প্রতিনিধি দলের প্রধান জিন ল্যামবারট এবং আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির সদস্য আনিএস ইউনগেরিউস, হানু টাকুল্লা, অ্যাডাম সিএনন্সফেন্ট ও বোলেস্লাভ পিএচা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর