শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্ত্রীর শরীরে এসিড স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পশ্চিম কাফরুলে স্ত্রীর শরীরে এসিড মারার অভিযোগে স্বামী পারভেজ মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে তালতলা কলোনিতে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় আহতকে। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক না থাকায় বাইরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্বজনরা বলছেন, তারা এ ঘটনায় পারভেজের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু পুলিশ বলছে, তারা এজাহার পায়নি।

তবে পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা আছে। অভিযোগ পেলে ব্যবস্থা              নেবে। ওই নারীর খালাতো ভাই পাপ্পু জানান, কাফরুল এলাকায় তার বোন সেলাইয়ের কাজ করতেন। তার স্বামীর একটি মেকানিক্যালের দোকান ছিল। সেটি বন্ধ হওয়ার পর তিনি তার বোনকে সেলাই কাপড় বিক্রিতে সহায়তা করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে আশপাশের লোকজন তা মীমাংসা করে দেন। ভোরে একপর্যায়ে পারভেজ তার বোনের গলা চেপে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে এসিড ঢেলে পুড়ে দেন। বিষয়টি সকালে জানাজানি হলে স্বজনরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে মামলা দেন। পাপ্পু আরও জানান, তার বোনের চিকিৎসার জন্য তারা তাকে স্থানীয় চারটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কোনো চিকিৎসক না পাওয়ায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। বার্ন ইউনিটেও একই অবস্থার মুখোমুখি হলে আবারও তাকে বাইরে এনে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, ‘স্ত্রীর শরীরে এসিড মারার অভিযোগে পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে আমরা এখনো তার পরিবারের এজহার পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর