রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

যশোরে ১৯ মামলার আসামি ক্রসফায়ারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে কথিত গোলাগুলির ঘটনায় জাহাঙ্গীর আলম (৩২) শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার শানতলা উত্তরপাড়া এলাকার নওশের আলীর ছেলে। নিহত জাহাঙ্গীর আলমের নামে যশোর কোতোয়ালি থানায় ডাকাতি, খুন, ছিনতাই, অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, যশোর-ঝিনাইদহ সড়কের দৌলতদিহি এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গুলিবিনিময় হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ২টার দিকে পুলিশের একটি টিম সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে জাহাঙ্গীর আলমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, রাত ৩টা ৮ মিনিটে কোতোয়ালি থানার এসআই এইচএম শহিদুল ইসলাম জাহাঙ্গীর আলমের লাশ হাসপাতালে আনেন। হাসপাতালে আনার কমপক্ষে আধাঘণ্টা আগেই তার মৃত্যু হয়। নিহতের মাথার পেছন দিকে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে বলে জানান তিনি। পুলিশ দাবি করেছে, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এদিকে নিহতের চাচা আবদুর রহমান জানান, শুক্রবার রাতে সাদা পোশাকধারী কিছু লোক পুলিশ পরিচয়ে জাহাঙ্গীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। জাহাঙ্গীর একটি প্রতিষ্ঠানে বস্তা সরবরাহের ব্যবসা করতেন বলে জানান তার চাচা।

সর্বশেষ খবর