রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

জাকির নায়েকের এনজিওতে অভিযান, মামলা

কলকাতা প্রতিনিধি

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর ১০টি কার্যালয়ে গতকাল অভিযান চালিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তারা এসব কেন্দ্রে থাকা নথিপত্র খতিয়ে দেখেছেন। এদিকে বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গতকালই জাকির নায়েকের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আন-লফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) আইনে আইআরএফকে বেআইনি সংস্থা (আন-লফুল অ্যাসোসিয়েশন) ঘোষণা করার পর গতকাল এই এফআইআর দায়ের করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, পিস টিভিতে জাকিরের ভাষণ পরীক্ষা করার পর অভিযোগের সত্যতা মেলায় এনআইএ এ পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,  ইউএপিএ আইনে জাকিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে খুব শিগগিরই তদন্তের মুখোমুখি হতে হবে। যদি তিনি তদন্তের মুখোমুখি না হন, তবে আদালতের কাছে তাকে অপরাধী হিসেবে ঘোষণা করার আবেদন জানানো হবে। প্রসঙ্গত, গত ১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২৯ জনের মৃত্যুর পর জাকির নায়েকের নাম উঠে আসে। হামলায় যুক্ত দুই জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়ে এ কাজে অংশ নিয়েছিল বলে প্রকাশ পায়।

সর্বশেষ খবর