সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি নেমেছে অর্ধেকে

ভারতে নোট বাতিলের প্রভাব

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত পণ্য আমদানি-রপ্তানি অর্ধেকে নেমেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়ায় এ অবস্থা হয়েছে। বেনাপোল চেকপোস্ট কার্গ শাখার রাজস্ব কর্মকর্তা আবদুস সামাদ জানান, ভৌগোলিক অবস্থানগত কারণে কলকাতার সঙ্গে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ভারত থেকে স্থলপথে আমদানিকৃত প্রায় ৯০ ভাগ পণ্য এই বন্দর দিয়েই আমদানি হয়। একইভাবে ভারতে রপ্তানিকৃত পণ্যের একটি বিরাট অংশ এ পথে রপ্তানি হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে কয়েকদিন আগেও দিনে প্রায় ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হতো। এখন রপ্তানিকৃত ট্রাকের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০-এ। আমদানি হতো প্রায় ৪০০ থেকে ৪৫০ ট্রাক পণ্য, কিন্তু এখন হচ্ছে ২৫০ থেকে ২৭০ ট্রাক।

ভারতীয় ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী জানান, রুপির বাতিল নোট বদল করে নতুন নোট সংগ্রহ করতেই দিন যাচ্ছে। এ কারণে ভারত থেকে পণ্য রপ্তানি করতে যেমন সমস্যা হচ্ছে তেমনি বাংলাদেশ থেকে পণ্য পরিবহনের ট্রাক ভাড়া, শ্রমিকদের পাওনাসহ অন্যান্য খরচ মেটানোও যাচ্ছে না। নতুন করে চুক্তি করাও সম্ভব হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে দু’দেশের সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোল-বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য ধসে পড়বে।

সর্বশেষ খবর