সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তারেকের জন্মদিনের অনুষ্ঠানে বগুড়ায় হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে কর্মীদের দুই গ্রুপে হট্টগোলের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল বেলা ১২ টায় বগুড়া শহরের নবাববাড়ি রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে কেক কাটার পরপরই দলীয় কর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে হট্টগোলে জড়িয়ে পড়ে। এ সময় দলীয় সিনিয়র নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা যায়, বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের পাশে জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক  রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, জেলা বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদিন চান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে কেক কাটার পরই নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষ মারমুখী হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের ধাওয়া ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে নিরাপদে নিয়ে যায়। মারামারির সময় চেয়ার টেবিল, তারেক রহমানের জন্মদিনের কেক কাটার টেবিল ভাঙচুর হয়। এ সময় দলীয় কিছু নেতা-কর্মী জন্মদিনের কেকটি নিয়ে দ্রুত দলীয় কার্যালয়ের দিকে চলে যায়। তবে বিএনপির সিনিয়র নেতারা দাবি করেছেন  কোনো হট্টগোল হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ফজলে এলাহী জানান, নিজেদের মধ্যে হট্টগোল শুরু হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কেক কাটার আগে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ দলীয় নেতারা।

সর্বশেষ খবর