সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ফের কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

ফের কমেছে সোনার দাম

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে সোনার দাম আরও কমেছে। মাত্র ৯ দিনের ব্যবধানে মানভেদে প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ৯৯২ টাকা কমেছে। তবে একই সঙ্গে প্রতিভরি রুপার দাম ১০ টাকা বেড়েছে। সোনা ও রুপার নতুন এই মূল্য আজ থেকে সারা দেশে কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল গণমাধ্যমে পাঠানে বাজুসের সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগারওয়াল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণ প্রসঙ্গে বলা হয়েছে, সর্বশেষ গত ১৪ নভেম্বর ভরিতে সোনার দাম দেড় হাজার  টাকা কমেছিল। তবে আজ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৪৫ হাজার ৮৯৮ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৭ হাজার ৯০৮ টাকায় বিক্রি হবে। গতকাল পর্যন্ত প্রতি ভরির এই দাম ছিল ২২ ক্যারেট ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা ও ১৮ ক্যারেট ৩৮ হাজার ৪৯১ টাকা। ভরিতে ২২ ক্যারেটে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে ৮১৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৫৮৩ টাকা কমেছে। আজ থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ২৫ হাজার ১৯ টাকা। এ মানের সোনা গতকাল পর্যন্ত দাম ছিল ২৬ হাজার ১১ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ৯৯২ টাকা। তবে রুপার (ক্যাডমিয়াম) দাম ভরিতে বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বর্তমানে ৯৩৩ টাকা। আজ থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ৫০ টাকা। এখন থেকে প্রতি সপ্তাহেই আন্তর্জাতিক বাজার অনুযায়ী দেশের বাজারে সোনা ও রুপার দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছে বাজুস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর