মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চারুকলায় তরুণদের প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

চারুকলায় তরুণদের প্রদর্শনী

২১তম বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার বিজয়ীদের ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো ‘ইন টু ভ্যালি অব বিউটি’ শীর্ষক প্রদর্শনী। গতকাল বিকেলে সম্মিলিতভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, জ্যেষ্ঠ্য মহাব্যবস্থাপক মহসিন হাবিব চৌধুরী ও মহাব্যবস্থাপক এ কে এম সাদেক নওয়াজ। ২৫ নভেম্বর পর্যন্ত চলবে ৫দিনের এই প্রদর্শনী। আঁদ্রে মালরোঁর প্রয়াণবার্ষিকী : ফরাসী উপন্যাসিক আঁদ্রে মালরোঁ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছিলেন। সেই সময় তার বয়স ছিল সত্তর। তিনি বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক ব্রিগেড গড়ার ব্যাপারে সচেষ্ট ছিলেন। মালরোঁর অবদানকে সম্মান জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে তাকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে শহীদদের সম্মান জানাতে ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। এ বছর তার ৪০তম প্রয়াণবার্ষিকী। আঁদ্রে মালরোঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপণার্থে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরাসী দূতাবাস ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘মালরোঁকে মনে পড়ে’ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানমালা। কাল বুধবার সকালে একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ধারাবাহিক এই অনুষ্ঠানমালার প্রথম পর্ব। সকাল সাড়ে ১০টায় একাডেমির অনুষ্ঠানমালার প্রথম পর্বের উদ্বোধনী। ফরাসী রাষ্ট্রদূত সোফি অবার্টের বক্তৃতার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা ঘটবে। উদ্বোধনী পর্বে মালরোঁর ভ্রমণের স্মৃতিচারণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় আরও উপস্থিত থাকবেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। গতকাল দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

আবদুর রহমান বয়াতির জন্মবার্ষিকীতে একতা বাউল শিল্পী গোষ্ঠী : ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মিস্তিরি’ এই গানের মাঝেই লুকিয়ে রয়েছে প্রয়াত শিল্পী আবদুর রহমান বয়াতির সৃষ্টিকর্মের মাহাত্ম্য। গতকাল ছিল একুশে পদকপ্রাপ্ত প্রয়াত এই শিল্পীর ৮০তম জন্মবার্ষিকী। অ্যালবামের প্রকাশনা, কথামালা ও গানে গানে আব্দুর রহমান বয়াতিকে যৌথভাবে স্মরণ করেছে একতা বাউল শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বয়াতির ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

 এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর