মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে ৮০০ কি.মি. সড়ক নির্মাণ করবে সেনাবাহিনী : কাদের

কুমিল্লা প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর সব দেশে বর্ডারে সড়ক থাকলেও বাংলাদেশে নেই। সেনাবাহিনী আগামী বছর থেকে প্রায় ৮০০ কি.মি. সীমান্ত সড়কের কাজ শুরু করবে। যার নকশা চূড়ান্ত করা আছে। তিনি গতকাল বিকালে কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পার্টনার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে তাতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য মন্ত্রণালয়েও তারা ভূমিকা পালন করে আসছে। আমি সেনাবাহিনীকে স্যালুট করি তাদের শৃঙ্খলার জন্য। এরূপ প্রতিফলন যদি সব ক্ষেত্রে দেখা যেত তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমিন এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নানসহ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সেনানিবাসের কর্মকর্তাসহ বেসামরিক ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর