মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএনপি নেতা বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

আদালত প্রতিবেদক

রাজধানীর মিরপুর মডেল থানার নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়োনা জারির আদেশ হয়েছে তাদের মধ্যে বিএনপি নেতা বুলু ছাড়াও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের নাম রয়েছে। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৩৬ আসামির মধ্যে ১৮ জন জামিনে ও দুজন কারাগারে আছেন। এ ছাড়া পলাতক ১৬ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জামিনে থাকা আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। চলতি বছর ৭ আগস্ট ৩৬ জনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা সেনপাড়া পর্বতা সমাজকল্যাণ সমিতির কার্যালয়ের উত্তর দিকের একটি খালি জায়গায় জড়ো হয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে গেলেও মানিক হোসেন নামে এক বিএনপি কর্মীকে একটি হাতবোমা, তিনটি পেট্রলবোমাসহ সেখান থেকে গ্রফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর