মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে এমপির সভামঞ্চ ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় এমপি আলহাজ দবিরুল ইসলামের জনসভা মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এতে সভাটি পণ্ড হয়ে যায়। রবিবার রাতের এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ ঠাকুরগাঁও-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করেন। কমিটিতে সামসুল আলমকে সভাপতি ও অ্যাড. সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর থেকেই ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সংসদ সদস্যের বিদ্রোহী নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। গতকাল বিকাল ৩টায় ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে জনসভার কথা ছিল। এর আয়োজক ছিল নবাগত ইউনিয়ন কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ দবিরুল ইসলাম। এ ব্যাপারে হরিপুর উপজেলাসহ ইউনিয়নের সর্বত্র প্রচার-প্রচারণাও চালানো হয়। রবিবার রাতে হরিপুর উপজেলা ও ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী নেতা-কর্মীরা পরস্পরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং একপর্যায়ে জনসভা মঞ্চ ভাঙচুর করে। ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম বলেন, দলীয় নিয়ম অনুযায়ী ভাতুরিয়া ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছি। বিদ্রোহী গ্রুপ এই কমিটি মেনে নিতে না পারায় এই ঘটনা ঘটিয়েছে। হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল বলেন, কমিটি গঠনের পর দলীয় বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে উপজেলা আওয়ামী লীগ নির্বাহী কমিটির সভা করে ওই কমিটির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে। কিছু আওয়ামী লীগের সমর্থক সংসদ সদস্যের সভায় ভাঙচুর করেছে। ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, হরিপুর উপজেলায় একটি উচ্ছৃঙ্খল গ্রুপ আছে। আওয়ামী লীগের সব অনুষ্ঠান সে গ্রুপ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং না পারলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ দবিরুল ইসলাম বলেন, সোমবার বিকালে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ ও ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি জনসভার আয়োজন করে। কিন্তু রবিবার রাতে ভাতুরিয়া ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসভা ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের মঞ্চ ভাঙচুর করে। এ বিষয়ে জেলা কমিটির সভা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ঘটনার পর ভাতুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর