বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিজভীকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সাত দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে গতকাল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। এর আগে একটি রিটের পরিপ্রেক্ষিতে ৭ জুন রিজভীকে কেন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

গত বছরের ১০ ডিসেম্বর রিজভী পূর্ববর্তী পাসপোর্ট জমা দিয়ে এমআরপি চেয়ে অধিদফতরে আবেদন করেন। ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তাকে নতুন পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরে রিজভী গত মার্চে পাসপোর্ট না দেওয়ার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে লিগ্যাল নোটিস দেন। লিগ্যাল নোটিসের সন্তোষজনক জবাব না পেয়ে তিনি রিট করেন।

সর্বশেষ খবর