বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লা বিএনপির তিন হাজার নেতাকর্মী আওয়ামী লীগে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ৩২টি গ্রামের তিন হাজারের বেশি বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত রবিবার বিকালে বারপাড়া ইউনিয়নের বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন। এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন তসলিমসহ আরও অনেকে। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ আহমেদ, বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃতে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কুমিল্লাকে সারা বিশ্বের মধ্যে একটি আলোকিত ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী বছরের মধ্যে উন্নয়নে কুমিল্লায় ব্যাপক পরিবর্তন আসবে। সদর দক্ষিণের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এ এলাকা বিদ্যুিবহীন থাকবে না। তিনি বলেন, বিএনপি থেকে যারা আওয়ামী লীগে যোগদান করেছেন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব। মন্ত্রী বলেন, যারা এখানে যোগ দিলেন, তাদের প্রত্যেকের দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। যাদের দেশের প্রতি মমত্ববোধ নেই, তারা খাঁটি মুসলমান নন, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলে গেছেন। তিনি বলেন, আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। রাজনীতি হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজ। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকে ভালোবাসব। তাদের বিপদে-আপদে সাহায্য করব। প্রতিবেশীর সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত করব। তিনি বলেন, আমরা যদি প্রত্যেকে প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসতে পারি, তাহলে দেশ এগিয়ে যাবে। সারা দেশ একটি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, আমাদের প্রত্যেকের এলাকায় যারা পিছিয়ে আছে, তাদের প্রতি একটু সাহায্য-সহযোগিতা বাড়াতে হবে। তাদের অর্থনৈতিক মূলধারায় নিয়ে আসতে হবে। তিনি বলেন— কৃষক, কামার, কুমার, জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেশের অর্থনৈতিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে স্থান করে নেবে। আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, আমি এরই মধ্যে লালমাই পাহাড়ে ১৪ হাজার পরিবারের জন্য একটি প্রকল্প দিয়েছি। এর মাধ্যমে তাদের জীবন-ধারায় ব্যাপক পরিবর্তন আসবে। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে তাদের অনেকে পশু পালন করবে, কেউ কেউ দুগ্ধ উৎপাদন করবে। মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনীতির মূলধারায় নিয়ে আসা হবে। তাদের ছেলেমেয়ের লেখাপড়ার ব্যবস্থা হবে। তিনি বলেন, ঘুষ দেওয়া ও নেওয়া হারাম। কোথাও কোনো কাজে ঘুষ দেওয়া লাগবে না। কোথাও কেউ যদি ঘুষ চায় তাহলে আমাকে জানাবেন।

সর্বশেষ খবর