বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ অফিসে মারধর

মোরলগঞ্জ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে মারপিট করা হয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন হয়। সোমবার রাত ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা বাজার আওয়ামী লীগ অফিসে ডেকে নিয়ে লাঞ্ছিত করা হয় মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদারকে (৭০)। ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বাচ্চু একটি শালিস বৈঠকে ডেকে নিয়ে তাকে মারপিট করেন। তার ক্যাডাররাও মারপিট করে। আহত এ মুক্তিযোদ্ধা মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোরেলগঞ্জ শরণখোলা সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। সকাল ৯টায় শহরে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ। বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশ নেন। পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় বক্তারা বাচ্চুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, থানার ওসি রাশেদুল আলম মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌরসভা মেয়রসহ অন্যদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টায় যান চলাচল স্বাভাবিক করেন। এ সম্পর্কে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, এ ঘটনায় আবদুর রহিম বাচ্চু ওরফে বাচ্চু ডিলারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর