বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই কমিটির দ্বন্দ্ব প্রতিমা ভাঙচুর

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে মন্দির কমিটির দ্বন্দ্বের জেরে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর মঠখোলা পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।

জানা যায়, মন্দির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বর্তমান ও পুরনো কমিটির মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মন্দিরে রক্ষিত আটটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। বর্তমান কমিটির সভাপতি নরেশচন্দ্র জানান, আগের কমিটির লোকজন দীর্ঘদিন ধরে বর্তমান কমিটিকে হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে এক সপ্তাহ আগে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। সেক্রেটারি দিপু রায় জানান,  পুরনো কমিটির রবিন রায় ও দিলিপ রায় প্রায়ই তাকে হুমকি দিতেন। তার বিশ্বাস প্রতিমাগুলো তারাই ভাঙচুর করেছেন। রবিন রায় ও দিলিপ রায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মন্দির সবার। আমরা কেন প্রতিমা ভাঙতে যাব! বরং বর্তমান কমিটি ভেঙে আগের কমিটির ওপর দায় চাপাচ্ছে।’

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘জানার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই কমিটির দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। থানায় মামলা হয়েছে।’

সর্বশেষ খবর