বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাহমুদুর রহমান জামিনে মুক্ত

গাজীপুর প্রতিনিধি

মাহমুদুর রহমান জামিনে মুক্ত

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণের চেষ্টা ও হত্যা   ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে ৭০টি মামলায় প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর গতকাল দুপুরে মুক্তি পান। জেলার নাশির আহমেদ জানান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে দুপুর ১২টা ৫৫ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এদিকে মুক্তির সময় কারা ফটকে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএফইউজে (একাংশ) মহাসচিব রুহুল আমিন গাজী, লেখক ও কলামিস্ট ড. ফরহাদ মজহার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব এম আবদুল্লাহ, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নুরুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর