বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাসিরনগরে আতঙ্ক কেটে গেছে, বাড়ি ফিরছে মানুষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ও হরিপুর ইউনিয়নে হিন্দু বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়ানো সাধারণ মানুষ দলে দলে গ্রামে ফিরছেন। নিরাপরাধ  কোনো মানুষকে গ্রেফতার করা হবে না— পুলিশের এমন আশ্বাসের পর লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছে। ৩০ আক্টোবরের পর থেকে গ্রেফতার আতঙ্কে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে গ্রামে গ্রামে পুলিশের পক্ষ থেকে মাইকিং করার পর সাধারণ মানুষের শঙ্কা কেটে   গেছে। পাশাপাশি পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হিন্দু  সম্প্রদায়ের লোকজনের মধ্যে ফের হামলার শিকার হওয়ার ভয়ও দূর হচ্ছে ধীরে ধীরে। সরকারি-বেসরকারি সহায়তায় ঘুরে দাঁড়াতে শুরু করেছেন নাসিরনগরের হিন্দু পল্লীর ক্ষতিগ্রস্তরা। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তায় উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অর্ধশতাধিক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে এখনো টহল চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সে সঙ্গে প্রতিদিনই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে সাধারণ মানুষকে নিয়ে উঠান বৈঠক ও সম্প্রতি সমাবেশ করছে পুলিশ। এসব সমাবেশ থেকে সাধারণ মানুষকে তাদের মনে লুকিয়ে থাকা ভয়-ভীতি দূর করার পাশাপাশি সবসময় তাদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক।

সর্বশেষ খবর