বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা হারালেন বাবা

যুবলীগ নেতাসহ ১৪ আসামি কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা হারানোর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বার কামাল হোসেনসহ ১৪ আসামি আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কালীগঞ্জ আদালত) কাজী মো. আশরাফুজ্জামান তাদের কারাগারে পাঠান। এ ছাড়া আসামি আজাদুর রহমান আজাদ কারাগারে রয়েছেন এবং লিখন নামে অন্য আসামি জামিনে আছেন। এর আগে মামলার সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে আটক করতে হাইকোর্ট নির্দেশ দেয়। এদিকে, ৬ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে পা হারালেন বাবা, মামলাও নেয়নি পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের গ্রেফতারে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানুর রহমানের দুই পা হারানোর ঘটনায় তার ভাই সামাউল বিশ্বাস ৬ নভেম্বর কালীগঞ্জ থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে পুলিশ আসামি নলভাঙ্গার আবদুল মজিদ ওরফে সন্তোষের ছেলে আজাদুর রহমান আজাদ ও মোতালেব বিশ্বাসের ছেলে লিখনকে আটক করে। আজাদ কারাগারে আছেন আর লিখন জামিনে রয়েছেন। গতকাল সকালে পুলিশ আবদুল মজিদের ছেলে কোরবান আলীকে আটক করে। এ ছাড়া কামাল হোসেনসহ অন্য আসামিরা গতকাল বেলা ১১টার দিকে ঝিনাইদহ আদালতে জামিন নিতে যান। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় (কালীগঞ্জ আদালত) কাজী মো. আশরাফুজ্জামানের আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। উল্লেখ্য, নলভাঙ্গার শাহানুর বিশ্বাসের দুই মেয়েকে বখাটেরা উত্ত্যক্ত করত। এ ঘটনায় ১৬ অক্টোবর তিনি বিচার চাইতে যান। এ সময় উত্ত্যক্তকারীরা শাহানুরকে রড, শাবল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ডাক্তাররা হাঁটু থেকে তার দুটি পা কেটে ফেলেন। শাহানুরের আত্মীয় ইয়াকুব আলী ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাতজনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া ১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন তার ভাই সামাউল বিশ্বাস। মামলা তুলে নিতে তাদের পরিবারকে হুমকি দেন আসামিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর