শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
এরশাদের রাডার দুর্নীতি

৩১ মার্চের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার কেনায় দুর্নীতির মামলা আগামী বছরের ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে বিচারাধীন এ মামলার বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা যাবে। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। এ মামলায় অভিযোগ করা হয়, এরশাদের শাসনামলে তিনিসহ অন্য আসামিরা পরস্পরের যোগসাজশে সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন  কোম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলার কার্যক্রম সুপ্রিমকোর্টের নির্দেশে স্থগিত ছিল। ২০১০ সালের ১৯ আগস্ট শুরু হয় বাদী আলী হায়দারের সাক্ষ্যগ্রহণ। ২০১২ সালের ১ মার্চ বাদীর সাক্ষ্য শেষ হয়। ২০১৪ সালের ১৫ মে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দেন।

সেদিন অন্য দুই আসামি মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদও নিজেদের নির্দোষ দাবি করেন। তবে অন্য আসামি এ কে এম মুসা শুরু  থেকেই পলাতক। গুরুত্বপূর্ণ সাক্ষীদের ফের সাক্ষ্য নেওয়ার জন্য বিচারিক আদালতে আবেদন জানায় দুদক। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল  হোসেন মোল্লার আদালত ৮ নভেম্বর আবেদন খারিজ করে দেওয়ায় হাইকোর্টে আবেদন জানায় দুদক। এ আবেদনের ওপর ২৩ নভেম্বর শুনানি শেষে গতকাল আদেশ দেয় হাইকোর্ট।

সর্বশেষ খবর