সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মান্নার জামিনের বিষয়ে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

মান্নার জামিনের বিষয়ে আদেশ আজ

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহের উসকানির দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের  দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আজ আদেশের দিন ধার্য করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করে দেয়। আদালতে শুনানিতে মান্নার পক্ষে আইনজীবী ইদ্রিসুর রহমান ও  রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলায় ও ১০ নভেম্বর সেনা বিদ্রোহের উসকানির মামলায় মান্নার জামিনের আদেশ মঞ্জুর করে হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ও ১১ নভেম্বর সেনা বিদ্রোহের উসকানির মামলায় মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত করে আপিল বিভাগ। রাষ্ট্রদ্রোহ মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করে ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের আবেদন) করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর বিষয়টি আপিল বিভাগে এলে ওইদিন রাষ্ট্রদ্রোহ মামলায় আবেদন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করে আদালত। এ ছাড়া  সেনা বিদ্রোহের উসকানির মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখে ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। গতকাল দুই মামলায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি হয়। ২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন  খোকা ও অজ্ঞাত এক ব্যক্তিও টেলিফোনালাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে  গ্রেফতার করে পুলিশ। সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে ওই বছরের ২৪  ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে একটি মামলা হয়। একই বছরের ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় আরেকটি মামলা হয়।

সর্বশেষ খবর