সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্বব্যাংকের কাজ বন্ধ করে দিলেন ফেনীর এক এমপি

ফেনী প্রতিনিধি

‘নিম্নমানের কাজের অজুহাত’ তুলে ফেনীর সোনাগাজীতে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান চারটি প্রকল্পের কাজ স্থগিত করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রহিম উল্যাহ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন না করে কাজ শুরু করায় সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে কর্মকর্তাদের মারধর করেন এবং পরে কাজ স্থগিতের নির্দেশ দেন। সোনাগাজী উপজেলার চারটি গ্রামে           বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) চারটি ‘স্কুল কাম সাইক্লোন সেন্টার’ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শনিবার প্রকল্প এলাকায় গিয়ে সংসদ সদস্য রহিম উল্যাহ এ ঘটনা ঘটান। এসএসএই জয়েন্ট ভেঞ্চার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রতন বণিক জানান, শনিবার সকালে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূইয়া) সংসদ সদস্য রহিম উল্যাহ সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনটি গ্রামের কাজ পরিদর্শন শেষে দুপুরে এমপি সাহেব শুলাখালী এলাকায় কাজ পরিদর্শনে যান। এ সময় চলমান প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়নি কেন- জানতে চেয়ে সেখানে উপস্থিত বিশ্বব্যাংকের এসএসএই প্রকল্পের প্রতিনিধি মো. মহসিন ও প্রজেক্ট সুপারভাইজার গোলাম রাব্বানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ওই দুই কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেন। পরে এমপির সঙ্গে থাকা লোকজন ওই দুই কর্মকর্তাকে উপর্যুপরি মারধর করেন। এরপর প্রকল্পের সব কাজ স্থগিত করে প্রতিটি কর্ম এলাকায় দলীয় লোক স্থাপন করে কাজ শুরু করার নির্দেশ দেন তিনি। এমপির নির্দেশ ছাড়া কাজ শুরু করলে পরিণাম ভয়াবহ হবে বলে তিনি প্রকল্প কর্মকর্তাদের হুমকিও দেন। এ ব্যাপারে সংসদ সদস্য রহিম উল্যাহ কর্মকর্তাদের চড়-থাপ্পড় ও ভিত্তিপ্রস্তরের বিষয়টি অস্বীকার করে বলেন, নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করে চলমান কাজগুলো ‘স্থগিত করে দিয়েছেন’। এসব কাজের বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, এলজিইডি মন্ত্রী, বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

সর্বশেষ খবর