সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আনসারুল্লাহ প্রধান রাহমানীসহ ১০ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর মোহাম্মাদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে আদালতে উপস্থিত চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে বিচারক পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। পরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক আবদুল লতিফ। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মুফতি জসিম উদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে বাবু ওরফে নাইম, আবু হানিফ, আলী আহাদ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুম্মন, পিয়াস ওরফে আবদুল্লাহ ওরফে আসাদুল্লাহ ও আমিনুল ইসলাম। এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে আটক এবং আসামি আলী আহাদ জামিনে আছেন। এ ছাড়া বাকি ছয়জন পলাতক।

সর্বশেষ খবর