সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাগেরহাটে বন্দুকযুদ্ধে জেএমবি জঙ্গি নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পুলিশ ও জেএমবি’র মধ্যে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলা রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি বাজারের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক  দ্রব্য আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছেন। নিহত ওই ব্যক্তিকে পুলিশ জেএমবি সদস্য বলে দাবি করেছে। তবে তার নাম-পরিচয় এখনো জানাতে পারেনি। এ সময় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি শুটারগান, তিনটি হাতবোমা ও পাঁচটি গুলি। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শনিবার রাত দেড়টার দিকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি বাজারের কাছে ১০-১২ জনের জেএমবির একটি দল নাশকতা চালাতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশের যৌথদল সেখানে যায়। জেএমবি সদস্যরা উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ ও গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ চলার একপর্যায়ে তারা পিছু হটলে সেখান থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি জেএমবি সদস্য বলে তিনি দাবি করেন।

সর্বশেষ খবর