সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুবলীগ নেত্রীর হাতে পুলিশ লাঞ্ছিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতার বিরুদ্ধে আজম নামের এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে নবকিশলয় স্কুল অ্যান্ড কলেজ গেটে এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য আজম জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে নবকিশলয় স্কুল অ্যান্ড কলেজ গেটে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য আজম জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে নবকিশলয় স্কুল অ্যান্ড কলেজে বেশ কয়েকজন মহিলাকে নিয়ে প্রবেশ করতে চান উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য আজম তাদের প্রবেশে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিনা আক্তার রিতাসহ তার লোকজন পুলিশ সদস্য আজমকে ধাক্কা মারেন। একপর্যায়ে আজমকে উদ্দেশ করে সেলিনা আক্তার রিতা বলেন, ‘তুই তো কনস্টেবল। দারোগা-ওসি গোনারও সময় নাই।’ এ সময় আশপাশের লোকজনের ভিড় জমে যায়। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নবকিশলয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ বিষয়ে অভিযুক্ত সেলিনা আক্তার রিতা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পুলিশফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বলেন, বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর