মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আট বছরে অর্থমন্ত্রীর আয় বেড়েছে ৮৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

আট বছরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আয় বেড়েছে ৮৩ লাখ টাকা। চলতি ২০১৫-১৬ করবর্ষের জন্য তিনি ২ লাখ ১২ হাজার ৬১১ টাকার আয়কর রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন কাল। এর আগে ২০১৪-১৫ করবর্ষে তিনি আয়কর দিয়েছিলেন ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা। তিনি জানান, গত আট বছরে তার আয় বেড়েছে ৮৩ লাখ টাকা। বর্তমানে তার মোট আয় ৩ কোটি ৩ লাখ ৪২ হাজার ৭৪০ টাকা। আর নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৮৬ টাকা। গতকাল সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ আয়করবিবরণী জমা দেন। এতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও কর অঞ্চল-৮-এর কমিশনার আবু তাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যক্তিশ্রেণির আয়করবিবরণী বা রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। এ সময় আর বাড়ানো হবে না। কোনো কারণে যারা ওই দিন রাত ৮টার মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন, তাদের নির্ধারিত করের ওপর মাসিক ২ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে বিশেষ কারণ দেখিয়ে সময় বাড়ানোর সুযোগ থাকবে।’

‘অন্য মন্ত্রীরা আপনার মতো জনসমক্ষে আয়কর দেন কি না’ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তারা (মন্ত্রীরা) জনসমক্ষে দেন কি না জানা নেই।’ ‘মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে কখনো বলেছিলেন কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমবার বলেছিলাম কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তাই আর বলব না। কারণ এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে একমাত্র প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীদের আয় এবং তাদের সম্পদ সম্পর্কে জানতে চাইতে পারেন।’ সাম্প্রতিক সময়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। পরিচালনা পর্ষদের কিছু পরিচালকের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। আগে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলোতে পরিচালক নিয়োগ দেওয়া হতো। সেখান থেকে সরে এসে এ খাতে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কেলেঙ্কারি কমে আসবে। অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কেলেঙ্কারি সব দেশেই হয়। ধনী দেশগুলোতে আরও বেশি হয়।

সর্বশেষ খবর