মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জলদস্যু খোকাবাবু বাহিনীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘খোকাবাবু’ বাহিনীর প্রধান কবিরুল ইসলাম ওরফে খোকাবাবুসহ ১২ জন। সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরার আশায় গতকাল বেলা ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ২২টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার তিন রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। এ সময় এখনো যারা দস্যুতায় লিপ্ত আছেন তাদেরও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণকারী দলের নেতা কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু। নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে সরকার, বিশেষ করে র‌্যাবকে ধন্যবাদ জানিয়েছেন তারা। সরকারের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত ছয় দফায় সাত দস্যু বাহিনীর ৬০ জন সদস্য ১৩৯টি আগ্নেয়াস্ত্র এবং সাত হাজার ৫৩১ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এর ফলে সুন্দরবন এখন প্রায় জলদস্যু মুক্ত। এতে খুশি জেলে, মত্স্য ট্রলার মালিক ও আড়তদাররা। বরগুনা জেলা মত্স্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আগে সমুদ্রে রাতের আঁধারে বাতি জ্বালিয়ে মাছ শিকার করা যেত না। দস্যুদের বছরে কোটি কোটি টাকা মুক্তিপণ ও চাঁদা দিয়ে সমুদ্রে মাছ শিকার করতে হতো। এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন সমুদ্রে নির্ভয়ে মাছ শিকার করা যাচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সুন্দরবনে যারা দস্যুতায় লিপ্ত তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সব ধরনের সহায়তার কথা বলেন। এ ছাড়া যারা দস্যুদের পেছন থেকে রসদ সরবরাহসহ নানাভাবে সহায়তা করছেন, তাদের এসব অপতত্পরতা বন্ধ করতে বলেন তিনি। র‌্যাব মহাপরিচালক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এ আহ্বানে সাড়া দেবেন না, তাদের চরম পরিণতির শিকার হতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন ঘিরে অমিত সম্ভাবনা রয়েছে। সুন্দরবন জলদস্যু মুক্ত করতে সরকারের সবগুলো বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। অচিরেই এসব বাহিনী ধ্বংস হয়ে যাবে। প্রাণে বাঁচতে চাইলে বাকিদেরও অনতিবিলম্বে আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ইতিমধ্যে যারা আত্মসমর্পণ করেছেন, তাৃদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। তারা যাতে আর অন্ধকার জগতে ফিরে না যায়, তারা যেন সুস্থ-স্বাভাবিক জীবনে থাকতে পারে, এর সব ব্যবস্থা করছে সরকার। র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল ইফতেখারুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর