বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-হাঙ্গেরি সহযোগিতার নতুন দিগন্ত

শেখ হাসিনা ও জানোস আদের বৈঠক

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ-হাঙ্গেরি সহযোগিতার নতুন দিগন্ত

হাঙ্গেরীর বুদাপেস্ট সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের যৌথ সংবাদ সম্মেলন — বাসস

বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি, কৃষিবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের। তার এ প্রস্তাবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার নতুন দরজা উন্মোচন হলো। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গতকাল সান্দর প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের এ প্রস্তাব দেন। খবর বাসসের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বুদাপেস্টে পানি শীর্ষ সম্মেলন-২০১৬-তে অংশ নিতে চার দিনের দ্বিপক্ষীয় সফরে এখন সেখানে অবস্থান করছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এ বৃত্তি কর্মসূচি ঘোষণা করবেন। এ ছাড়া প্রেসিডেন্ট আদের মত্স্য চাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীবজন্তুর বংশ বিস্তারের (অ্যাকোয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতার কথা বলেন। এ ছাড়া আদের বলেন, পানি পরিশোধন ও বন্যা আক্রান্ত এলাকায় বাংলাদেশকে সহায়তা করতে চায় হাঙ্গেরি। পররাষ্ট্র সচিব বলেন, এ প্রস্তাবে হাঙ্গেরির সঙ্গে সহযোগিতার নতুন দরজা উন্মোচন হলো। তিনি বলেন, বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্যালেসে পৌঁছালে হাঙ্গেরির প্রেসিডেন্ট তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে হাঙ্গেরির সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয়েছে, বাংলাদেশের সঙ্গে হাঙ্গেরি নতুন কিছু করতে আগ্রহী। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পররাষ্ট্র সচিব বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে হাঙ্গেরির গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর দুই দেশের মধ্যে সম্পর্কে একটি নতুন মাত্রা গড়ে উঠতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর এ সম্পর্ক ভেঙে যায় এবং আমরা সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করতে এসেছি।

সর্বশেষ খবর