বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে নোটিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে আইনি নোটিস দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া ডাকযোগে এ নোটিস পাঠান। তথ্যসচিব, বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিটিআরসির  চেয়ারম্যানসহ সাত জনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।  নোটিসে বলা হয়, টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা-২০০৬ এর ১৯ ধারা অনুসারে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলে বিজ্ঞাপন প্রদানে বিধি নিষেধ আছে। যদি এ আইনের কোনো ধারা লঙ্ঘন করা হয় তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান দুই বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

সর্বশেষ খবর