বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাপাতি বদরুলের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চাপাতি বদরুলের বিচার শুরু

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক বদরুল আলমের বিচার শুরু হয়েছে। গতকাল সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ (চার্জ) গঠনের  মধ্য দিয়ে শুরু হলো আলোচিত এ মামলার বিচারকাজ। চার্জ গঠনের পর বিচারক সাইফুজ্জামান হিরো আগামী ৫ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান। চার্জ গঠনের সময় বদরুলের পক্ষের আইনজীবী সাজ্জাদুর রহমান জামিনের আবেদন জানান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। ঘটনার দুই মাসের মাথায় মামলার বিচারকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সিলেটের আইনজীবীরা। একই সঙ্গে মামলাটি দ্রুত সম্পন্ন ও আসামি বদরুলের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আইনজীবীরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম। এ মামলায় ৮ নভেম্বর বদরুলকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন শাহপরান থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ। আদালত ১৫ নভেম্বর শুনানি শেষে চার্জশিট গ্রহণ করে। মামলায় ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে। প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেন বদরুল। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে স্থানান্তর করা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। সেখানে মাথা ও হাতে কয়েক দফা অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন খাদিজা। সোমবার তাকে সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ খবর