বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে শুরু বাঘ গণনা

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে শুরু বাঘ গণনা

ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সঠিক সংখ্যা নিরুপণের কাজ গতকাল শুরু হয়েছে। বাংলাদেশে বন্য প্রাণীর সর্ববৃহৎ আবাসস্থল ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের আধুনিক ক্যামেরা ট্রাকিংয়ের মাধ্যমে এবার ৪ মাস ধরে চলবে বাঘ শুমারি। দুপুরে পশ্চিম সুন্দরবন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জের দোবেকী ফরেস্ট অফিসে আনুষ্ঠানিকভাবে বাঘ শুমারির উদ্বোধন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ও বাঘ গণনার প্রকল্প পরিচালক জহির উদ্দিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদ আলী, সুন্দরবন ওয়ার্ল্ড লাইফ বিভাগের ডিএফও মদিনুল আহসান, ওয়ার্ল্ড টাইগার প্রজেক্টের বাঘ বিশেষজ্ঞ স্মিথ সনিয়ান। বাগেরহাটের সুন্দরবন বিভাগ জানায়, ১৯৯৬-৯৭ সালে বাঘ শুমারিতে সুন্দরবনের বাঘ ছিল ৪০০টি। ক্যামেরা ট্রাকিংয়ের মাধ্যমে সর্বশেষ ২০১৩-১৪ সালের নভেম্বরে বাঘ শুমারিতে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা আশঙ্কাজনকহারে কমে দাড়ায় মাত্র ১০৬ টিতে। সুন্দরবনের বাঘ রাক্ষায় এগিয়ে আশে ওয়ার্ল্ড লাইফ প্রকল্পের টাইগার টিম ও ইউএসএআইডি। গত ২ বছর ধরে সুন্দরবনে বাঘের অবাধ বিচরণ, বংশবিস্তার ও নিরাপত্তা রক্ষায় বন বিভাগ গ্রহণ করে বিভিন্ন প্রকল্প। ইউএসএ আইডির অর্থায়নে সমগ্র সুন্দরবনে শুরু করা হয় স্মাট পেট্রোলিং নামে আধুনিক প্রযুক্তিনির্ভর টহল ব্যবস্থা। বন বিভাগ এসব ব্যবস্থা গ্রহণ করায় সুন্দরবনে বাঘের বংশ বিস্তারে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এই অবস্থায় গত এক বছর ধরে সুন্দরবনের জেলে ও বনজীবীসহ বন কর্মকর্তা কর্মচারীদের চোখে পড়ে ছোট ছোট বাচ্চা নিয়ে বাঘের ঘুরে বেড়ানোর দৃশ্য। এ অবস্থায় দুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের চারটি রেঞ্জে ৫৮টি কম্পার্টমেন্ট জুড়ে নতুন করে বাঘ শুমারির সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ও বাঘ গণনার প্রকল্প পরিচালক জহির উদ্দিন আহমেদ জানান, এবারের বাঘ গণনায়ও আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যামেরা ট্রাকিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ওয়ার্ল্ড লাইফ প্রকল্পের টাইগার টিম ও ইউএসএআইডির অর্থায়নে টাইগার টিমের বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বন বিভাগ সুন্দরবন সন্নিহিত লোকালয়ের যুবকদের প্রশিক্ষণ দিয়ে এবার বাঘ গণনা শুরু করা হয়েছে। এই বন কর্মকর্তা আশা করছেন এবারের গণনায় বাঘের সংখ্যা অনেক বাড়বে।       

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর