বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মসজিদের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাবেক এক নেতার বিরুদ্ধে। বিগত কমিটির যুগ্ম সম্পাদক আবদুল কাদের আল্লাহ করিম জামে মসজিদের দোকান বরাদ্দ ও ভাড়ার মোট ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন— এমন অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

গতকাল মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, মসজিদের ওয়াক্ফ এস্টেটের পক্ষে কাঁটাসুরের জহির হোসেন গত ১৫ নভেম্বর এ মামলা করেন। আসামি পলাতক রয়েছেন। কয়েকবার তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে।

জহির অভিযোগ করেন, ২০০৫-১৬ মেয়াদে মসজিদ কমিটিতে থাকার সময় আবদুল কাদের ওই টাকা আত্মসাৎ করেছেন। জানা গেছে, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে ওয়াক্ফ এস্টেটের ওই মসজিদের নিচ তলায় ১০৪টি দোকান রয়েছে। এ ছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার কিছু অংশ বাণিজ্যিক কয়েকটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। এসব দোকান ও প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়ার নাম করে আবদুল কাদের পৌনে দুই কোটি টাকা এবং দোকান থেকে আসা ভাড়াসহ প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর