বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টাম্পাকোর কর্তাদের আত্মসমর্পণ, জামিন পেলেন মালিক

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডের মামলায় অভিযুক্তরা আত্মসমর্পণ করলে আদালত পাঁচজনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে। সেই সঙ্গে কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।

গতকাল বিকাল ৪টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের আদালতে অভিযুক্ত ছয়জন আত্মসমর্পণ করলে তিনি এ আদেশ দেন। যাদের জেল হাজতে পাঠানো হয়েছে তারা হলেন কারখানার মালিক মকবুল হোসেনের ছেলে ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মহাব্যবস্থাপক শফিকুর রহমান, ডিএমডি সাফি-উস-সামি আলমগীর, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন ও আইন) আবু হানিফ। গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় টঙ্গী থানায় দুটি মামলা হয়। দুই মামলায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ ছয় কর্মকর্তাকে ২৩ নভেম্বর এক সপ্তাহের মধ্যে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর টঙ্গী বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত ও ৩৬ জন আহত হন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন নয়জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর