বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাষ্ট্রের সোনার দোকান রক্ষা পেল বাংলাদেশি মেয়ের দক্ষতায়

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্ক সিটির ডায়মন্ড ডিস্ট্রিক্ট-খ্যাত জ্যাকসন হাইটসে বাংলাদেশি এক সেলস গার্ল তার বুদ্ধি ও সাহসিকতা দিয়ে ডাকাতির কবল থেকে বাঁচিয়ে দিয়েছেন একটি সোনার দোকান। সশস্ত্র ডাকাত দল দোকানে হানা দিতেই সেলস গার্ল তার দক্ষতা দিয়ে পুলিশে খবর পৌঁছান। খবর : এনআরবি নিউজ, নিউইয়র্ক।

ঘটনা সম্পর্কে জানা গেছে, স্থানীয় সময় ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে কুনাল জুয়েলারিতে ডাকাতরা হানা দেয়। তাদের একদল দোকানের বাইরে থাকে, আরেক দল ভিতরে ঢোকে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ অর্থসহ সোনার ক্যাবিনেটের চাবি চায়। তখন বাংলাদেশি ওই সেলস গার্ল ভয় পেয়েছেন ভাব দেখিয়ে দৌড়ে স্টোরের ভিতরে ঢোকেন এবং সাইরেন অ্যালার্ম বাজিয়ে দেন। এ অবস্থায় ডাকাতদের বন্দুক উঁচিয়ে ছোটাছুটি করা ছাড়া কিছুই করার ছিল না। পুুলিশ আসছে বুঝতে পেরে বাইরে থাকা ডাকাত দল আগেই পালিয়ে যায়। পরে পালায় ভিতরের ডাকাতরা। এর মিনিটখানেকের মধ্যেই দলে দলে পুলিশ চলে আসে। তারা ঘিরে ফেলে গোটা এলাকা। জানা গেছে, যখন এ ঘটনা ঘটছিল তখন অঝোরধারায় বৃষ্টি হচ্ছিল। আতঙ্কে আশপাশের দোকানপাটের লোকজন পুলিশের নির্দেশ মেতো স্থির হয়ে থাকেন। পুলিশ প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তাদের ব্যারিকেড উঠিয়ে নেয়। আগেই ডাকাতরা পালিয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডাকাতরা কোনো কিছু নিতেও পারেনি।

সর্বশেষ খবর