বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পদ্মা সেতুতে রেলের ভূমি অধিগ্রহণসহ সাত ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চীনা অর্থায়নে বাস্তবায়নাধীন পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও সাইট ক্লিয়ারেন্স সহায়তা, রি-সেটেলমেন্ট প্ল্যান বাস্তবায়ন, ডিজাইন রিভিউ ও নির্মাণ কাজ সুপারভিশনে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরামর্শক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

অতিরিক্ত সচিব বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগের পরামর্শক ‘ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন’ (বিআরটিসি) ও বুয়েট-এর সহযোগিতায় সেনাবাহিনীর ‘কর্পস অব ইঞ্জিনিয়ার্স’- এর ‘কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট সেল’ এ কাজের মূল পরামর্শক  হিসেবে দায়িত্ব পালন করবে। এতে ব্যয় হবে প্রায় ৯৪১ কোটি টাকা। বৈঠকে ক্রয় প্রস্তাবটি অনুমোদন দিয়েছে কমিটি। এ ছাড়া বৈঠকে ২০১৭ সালের জানুয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৭ দশমিক ১৯৮ মিলিয়ন ব্যারেল গ্যাস অয়েল, শূন্য দশমিক ৭২০ মিলিয়ন ব্যারেল জেট এ-১ এবং এক লাখ ২০ হাজার টন ফর্নেস অয়েল আমদানির প্রিমিয়াম অনুমোদন দিয়েছে কমিটি। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতর মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পের ৪ কোটি ৬২ লাখ টাকা এবং একই প্রকল্পের আরেকটি প্রস্তাবের ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয় বৃদ্ধির দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিটি তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার ল্যাপটপ ক্রয়ের একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে। এজন্য ব্যয় হবে ২৬১ কোটি ৮৪ লাখ টাকা।

 বৈঠকে চট্টগ্রামের পটিয়ায় প্রিসিসন এনার্জি লিমিটেড কর্তৃক ১০০ মেগাওয়াটের পরিবর্তে ১১৬ মেগাওয়াট ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকার বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১৫ বছর বিদ্যুৎ ক্রয় করবে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ১৪ দশমিক ৬৯৮ টাকা। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোট পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে অতিরিক্ত সচিব জানান।

সর্বশেষ খবর