শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যশোরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

পরিবার বলছে ভিন্ন কথা

প্রতিদিন ডেস্ক

যশোরে ‘দুই পক্ষের গোলাগুলিতে নিহত’ যুবককে ‘গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ধরে নেওয়া’ হয়েছিল বলে দাবি করেছেন স্বজনরা। খবর বিডিনিউজের।

পাঁচবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে বুধবার রাত ২টার দিকে দুই পক্ষের গোলাগুলির পর ওই যুবককে আহত অবস্থায় পাওয়া যায় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তাত্ক্ষণিকভাবে ওসি নিহতের পরিচয় জানাতে না পারলেও পরে জানান, ওই যুবকের নাম মনিরুজ্জামান রিপন ওরফে রিপন হোসেন (২৮)।

রিপনকে দুর্ধর্ষ সন্ত্রাসী উল্লেখ করে তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক, ছিনতাইসহ ২১টি মামলা থাকার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। গতকাল সকালে রিপনের মামা শহিদুল ইসলাম যশোর সদর হাসপাতাল মর্গে ভাগ্নের লাশ শনাক্ত করেন। নিহত যুবক বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শহিদুল ইসলাম বলেন, বুধবার বিকালে রিপনকে আটক করে পুলিশ। নিহতের স্ত্রী শিরিন বকুলও বলেন, মামলায় জামিন নিয়ে বাড়ি ফেরার পর রিপনকে ‘গোয়েন্দা পুলিশ পরিচয়ে’ ধরে নেওয়া হয়েছিল। রিপনের পরিবারের অভিযোগের বিষয়ে ওসি ইলিয়াস বলেন, ‘পুলিশ তাকে ধরে আনেনি।’

সর্বশেষ খবর