শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলের কালীকচ্ছ গ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’। গতকাল সকালে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মিলনীর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ। অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. সুনীল কুমার তলাপাত্র, ত্রিপুরা হাইকোর্টের সিনিয়র আইনজীবী শংকর কুমার দেব, ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী প্রভাত চন্দ্র সেনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ১৩০ ব্যক্তিত্ব যোগ দেন। তাদের সবার আদিনিবাস কালীকচ্ছ গ্রামে। এ ছাড়া আজ ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করসহ ভারতীয় লোকসভা ও রাজ্যসভার তিন সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। এ সম্মিলনীটি কালীকচ্ছ এলাকার আদি বাসিন্দা বর্তমানে ভারতীয় নাগরিক এবং বর্তমানে এই এলাকায় বসবাসকারী ও তাদের স্বজনদের মিলনমেলায় পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় ভারতীয় শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ এ সম্মিলনীর সমাপনী অনুষ্ঠান হবে।

সর্বশেষ খবর