শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
লাখো মুসল্লির জুমা আদায়

পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

আফজাল, টঙ্গী

কহর দরিয়াখ্যাত সোনাবানের শহর টঙ্গীর তুরাগ নদের তীরে গতকাল বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজের ‘কারগুজারি’ বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরুর চল্লিশ দিন আগে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর মধ্যাহ্নের আগে যে কোনো সময় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। দুপুরে টঙ্গী ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তর জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. যোবায়ের। জুমার নামাজে তিন চিল্লাধারীসহ ঢাকার উত্তরা, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বিরা জানান, বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য মূল ইজতেমার ৪০ দিন আগে টঙ্গীতে ৫ দিনের এ জোড় ইজতেমার আয়োজন করা হয়। প্রতিবারের ন্যায় এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা আয়োজন কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, বিশ্ব ইজতেমার প্রাক-প্রস্তুতিমূলক এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের প্রায় দুই লাখ মুসলি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। ইমান, আমল, কালেমা, নামাজ, জান্নাত, জাহান্নাম ও তাবলিগের উদ্দেশে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের মুরুব্বিরা ছয় উসুলের মৌলিক বিষয়াদির ওপর বিস্তারিত বয়ান রাখবেন। বিভিন্ন মেয়াদে চিল্লাধারী মুসল্লিরা এ জোড় ইজতেমায় অংশ নেন এবং জোড় ইজতেমা শেষে তারা বিভিন্ন অঞ্চলে দ্বীনের দাওয়াতের কাজে ছড়িয়ে পড়বেন। র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

বিনামূল্যে ওষুধ বিতরণ : জোড় ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে ওষুধ বিতরণ করছে রোটারেক্ট ক্লাব অব টঙ্গী। ময়দানের উত্তরপাশে স্থাপিত রোটারেক্ট ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্পটি গতকাল দুপুরে উদ্বোধন করা হয়। রোটারেক্ট ক্লাব অব টঙ্গীর সভাপতি ও টঙ্গী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের এমপি আলহাজ মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ মো. আসাদুর রহমান কিরণ, টঙ্গী সরকারি হাসপাতালের আরএমও ডা. পারভেজ হোসেন, ডা. মাসুদ, রোটারেক্ট ক্লাব অব টঙ্গীর আরসিসি রোটারিয়ান রাশেদ উদ্দিন আহম্মেদ মামুন, ডা. নয়ন পাটোয়ারী, যুবলীগ নেতা মো. শাহ আলম, ছাত্রলীগ নেতা রেজাউল করিম, রোটারেক্ট মো. রোমান শেখ, মো. কালিমুল্লাহ ইকবাল, লোকমান হোসেন ও খায়রুল আলম।

অবৈধ স্থাপনা উচ্ছেদ : ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে গতকাল সকালে ময়দান সংলগ্ন টঙ্গী থানা প্রেসক্লাব রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে টঙ্গী থানা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মীরা অংশ নেন। এ সময় রাস্তার উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১০০ ঝুটের গোডাউন গুঁড়িয়ে দেওয়া হয়।

ময়দানে যত্রতত্র দোকান : ইজতেমা ময়দানের চারপাশে হরেক মালের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বাটা গেট, টঙ্গী-কামারপাড়া রোড, কামারপাড়াসহ যত্রতত্র দোকানপাট বসানোর ফলে ইজতেমায় আগত মুসল্লিদের ময়দানে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে।

সর্বশেষ খবর