শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেবে জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পদাতিক বাহিনীর ৮৫০ সদস্যের আরেকটি সমন্বিত শান্তিরক্ষী দল দক্ষিণ সুদানে পাঠানোর অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। এর আগে অক্টোবরেও দক্ষিণ সুদানে ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পাঠানোর অনুরোধ জানায়। এ দুটি টিমের যোগদান শেষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ট্রুপস সরবরাহকারী হিসেবে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষে আরোহণ করবে। বর্তমানে ৮ হাজার ৩৬২ ট্রুপস সরবরাহ করে শীর্ষে রয়েছে ইথিওপিয়া। আর ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৭ হাজার ৯৬০ জন দায়িত্ব পালন করছেন। নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর এনআরবি নিউজ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে দক্ষিণ সুদানের উয়াও অঞ্চলে ৮৫০ সদস্যের সমন্বিত শান্তিরক্ষী দল অবিলম্বে পাঠানোর জন্য চিঠি দিয়েছে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন। ১ ডিসেম্বর বাংলাদেশ মিশনের প্রেস সেক্রেটারি নূর এলাহী মিনা এ তথ্য জানিয়ে বলেন, ‘দ্রুত ও সফলভাবে নতুন এই পদাতিক ব্যাটালিয়নটি পাঠানোর লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।’

সর্বশেষ খবর