শিরোনাম
শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নিহত দিয়াজের বোনের দাবি

অধ্যক্ষের কললিস্টে আসল রহস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর বোন অ্যাডভোকেট জুবাঈদা সরোয়ার চৌধুরী দাবি করেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষের মোবাইল ফোনের কললিস্ট বের করুন। তাহলে অনেক রহস্যের উদঘাটন হবে। তিনি বলেন, দিয়াজের ময়নাতদন্তের রিপোর্ট তৈরির সময় দায়িত্বরত ডাক্তার ছাড়া আর কেউ সেখানে উপস্থিত থাকতে পারেন না। কিন্তু ওই দিন চমেক অধ্যক্ষ ভোর ৫টায় সেখানে কেন উপস্থিত ছিলেন। ওই দিনের কললিস্ট যাচাই বা বের করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র-ছাত্রীদের ব্যানারে দিয়াজ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তিনি। এ সময় দিয়াজের ছোট বোন নিশা চৌধুরী ও ভাই মিরজা ইরফান চৌধুরীও উপস্থিত ছিলেন। জুবাঈদা সরোয়ার চৌধুরী বলেন, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবার চায়, কারা আমার ভাইকে হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার হোক। কারা এ ঘটনার মদদদাতা, কারা হত্যাকাণ্ডকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে—সেটা বেরিয়ে আসুক। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য আজকের মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে বক্তব্য দেন সংসদ সদস্য সাবিহা মুসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর জাফর আহমেদ চৌধুরী, জাতীয় পেশাজীবী লীগ চট্টগ্রামের সেক্রেটারি মুনিরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা শওকত বাঙালি, যুবলীগের ২ নম্বর জালালাবাদ শাখার যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ও মহানগর যুবলীগ নেতা ওসমান।

সর্বশেষ খবর