শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিয়ের বয়স শিথিলের আইন পাস করবেন না : এইচআরডব্লিউ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জনপ্রতিনিধিদের প্রতি বিয়ের বয়স শিথিলের আইন পাস না করার আহ্বান জানিয়েছে। সংগঠনটির ভাষ্য, বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বাল্যবিয়ে নিরোধ আইনের মধ্যে ‘বিশেষ প্রেক্ষাপট’ রেখে পাস করা হলে তা মেয়েদের আরও বেশি ঝুঁকির মুখে ঠেলে দেবে। রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে ওই বিল বাতিল করা সংসদ সদস্যদের দায়িত্ব। গতকাল এইচআরডব্লিউর উইমেন রাইটস বিভাগের জ্যেষ্ঠ গবেষক হিদার বার এক বিবৃতিতে বলেছেন, সরকারের এ উদ্যোগ বাংলাদেশকে অনেক পেছনে ঠেলে দেবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ২০১৮ সালের মধ্যে আঠারোর কম বয়সীদের বিয়ে বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি শিথিল করে আইনটি পাস করা হয় তবে তা বাল্যবিয়ে বন্ধের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। ফলে অন্তত কিছু ক্ষেত্রে সরকার বাল্যবিয়েকে যৌক্তিক মনে করছে, এমন বার্তাও অভিভাবকদের কাছে পৌঁছাবে। উল্লেখ্য, গত মাসে মন্ত্রিসভার বৈঠকে বাল্যবিয়ে নিরোধ আইনের খসড়ায় ছেলেদের বিয়ের বয়স ২১ ও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর রাখা হয়। কিন্তু বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা নিয়ে এবং বাবা-মায়ের সমর্থনে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রেখে অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার প্রস্তাবিত এ বিধানটির তীব্র বিরোধিতা করে আসছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন। একই সঙ্গে তারা বিশেষ ধারাটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। ইউনিসেফের পরিসংখ্যানে জানা যায়, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। ১৮ বছর বয়স হওয়ার আগেই বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়।

 

সর্বশেষ খবর